Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
circular for Community Extension Agent
বিস্তারিত

কমিউনিটি এক্সটেনশন এজেন্ট

সংযুক্তকরন বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়

সাদুল্লাপুর, গাইবান্ধাI

 

 স্মারক নং: 33.01.3282.000.11.008.21. 683                                          তারিখ: 29/11/2021

 

প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণীপুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প এর কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু হয়েছে | উক্ত প্রকল্পের অধীনে উপজেলার সকল  ইউনিয়নে প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা এবং খামারিদের ঘাস চাষে উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ প্রদান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তত্ত্বাবধায়নে প্রকল্প সংশ্লিষ্ট কাজের  নিমিত্তে প্রকল্প চলাকালীন  সময়ের  জন্য প্রতি উপজেলায় 01 একজন করে কমিউনিটি এক্সটেনশন এজেন্ট সংযুক্ত করা হবে|  নিম্নোক্ত শর্তাবলী পূরণ করে এমন প্রার্থীদের নিকট থেকে নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি 2  দুই কপি, জাতীয়তা, এন আই ডি নম্বর, জন্মতারিখ, বৈবাহিক অবস্থা, ধর্ম, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ( যদি থাকে) সম্বলিত তথ্যাদিসহ দরখাস্ত আহবান করা হলো | আগ্রহীদের আগামী 08.12.21  তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারী চাহিত তথ্যাদি সহ দরখাস্ত জমা দানের জন্য অনুরোধ করা হলো |

 

 আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে

 

  1.  wWwcwci সংস্থান মোতাবেক ভাতা/  পারিশ্রমিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তত্ত্বাবধায়নে প্রকল্পের নিয়ম-কানুন ও নির্দেশনা প্রতিপালন সাপেক্ষে 300/- নন জুডিশিয়াল স্ট্যাম্প চুক্তির মাধ্যমে প্রকল্প চলাকালীন সময়ের জন্য কমিউনিটি এক্সটেনশন এজেন্ট হিসেবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর সাথে সম্পৃক্ত হতে আগ্রহী হতে হবে|
  2.  সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা, ন্যূনতম  এসএসসি বা সমমান পাস, কর্মঠ, উদ্যমী এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন এলাকায় সুপরিচিত বেকার যুবক/ যুব মহিলা হতে হবে|
  3.  নিজে গবাদি পশু পালন ও ঘাস চাষে আগ্রহী এবং উপজেলায় খামারি পর্যায়ে অধিক উৎপাদনশীল উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণের উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এজেন্ট হিসেবে সহযোগিতা প্রদানে আগ্রহী হতে হবে|
  4.  উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় রেখে উপজেলা সদরে অধিক উৎপাদনশীল উন্নত জাতের ঘাস এর ক্রয় বিক্রয় কেন্দ্র/ বাজার স্থাপনের উদ্যোগ গ্রহণ করতে আগ্রহী হতে হবে|
  5.  প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট সকল কার্যক্রম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নির্দেশনা মোতাবেক সম্পন্ন করতে আগ্রহী হতে হবে|
  6.  অফিস সময়ে কর্মস্থলে উপস্থিত থেকে প্রকল্প সংশ্লিষ্ট কাজ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নির্দেশনা অনুযায়ী করতে হবে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সকল নির্দেশনা মানতে বাধ্য থাকবে|
  7.  বয়স 20-45 এর মধ্যে হতে হবে তবে প্রাণিসম্পদ অধিদপ্তর সমাপ্ত উন্নয়ন প্রকল্পসমূহের কর্মরত ছিলেন ও প্রায় এক বছরের মত প্রাণিসম্পদ সংশ্লিষ্ট কর্মে অভিজ্ঞতা  সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার  ‡`Iqv হবে |
  8.  অধিদপ্তরের চলমান অন্য কোন উন্নয়ন প্রকল্পে কোন  সুবিধাভোগী কে এ প্রকল্পের আওতায় সুফলভোগী হিসেবে নির্বাচন করা যাবে না|
  9.  আদালত কর্তৃক দোষী সাব্যস্ত অথবা অপ্রকৃতস্থ ব্যক্তিকে কমিউনিটি এক্সটেনশন এজেন্ট অযোগ্য বলে বিবেচিত হবে|
  10.  প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে  কমিউনিটি এক্সটেনশন এজেন্ট এর উল্লেখিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের মানসিকতা থাকতে হবে|ফরম সরবরাহের ও জমাদানের শেষ তারিখ 29.11.2021 - 08.12.2021(Awdm Kg©w`em), ফরমের মূল্য 100/- এক শত টাকা, ফরম সংগ্রহ ও জমা দানের স্থান নিম্নস্বাক্ষরকারীর দপ্তর সকাল 10 টা থেকে বিকাল 4 টা পর্যন্ত |
  11.  প্রাথমিক নির্বাচনী পরীক্ষা  অনুষ্ঠিত হবে 09.12.2021 সকাল 9.30 ঘটিকায়,......................................................................... পরীক্ষার বিষয় সমূহ বাংলা, ইংরেজি গণিত সাধারণ জ্ঞান অন্যান্য বিষয়ে মোট 35  মার্ক  এর মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে| লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় সকল সনদপত্রের  মূলকপি উপস্থাপন করতে হবে |
  12. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে|
  13.  পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে|

 

 

মোঃ আরিফুর রহমান কনক

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

সাদুল্লাপুর গাইবান্ধা

সদস্য সচিব

প্রাণীপুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই

প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের কমিউনিটি এক্সটেনশন এজেন্ট নির্বাচন কমিটি

 

 

 বিশেষ দ্রষ্টব্য  নিয়োগ প্রক্রিয়ায় যে কোন প্রকার অসদুপায় অবলম্বন ও সুপারিশ অযোগ্যতা বলে বিবেচিত হবে|

প্রকাশের তারিখ
29/11/2021
আর্কাইভ তারিখ
09/12/2021